বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

মাছে ভরা তিতাস

একে বেকে গেছে বয়ে
নদীর নাম তিতাস,
ছোট বড় মাছ সবে
করে সেথায় বাস ।



মেঘনা থেকে তিতাস নদী
মাছে ভরা ভরা -
জাল মারিলে জেলে ভাইরা ,
মাছ যে পরে ধরা ।


চিতল,বোয়াল,রুই,কাতলা
রাশি রাশি ভাসে ,
তাইতো দেখে জেলে ভাইরা
মিট-মিটিয়ে হাঁসে ।


ইলিশ মাছ নাইকো এতে
আছে পুঁটি মাছ ,
টেংরা,শিং এর লাফালাফি
দেখে তীরের হাঁস ।